ডিবি পুলিশের পরিচয়দানকারী ১৬ ব্যক্তিকে আটক
রাজধানীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয়দানকারী ১৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। ডিবি পুলিশ গতকাল শুক্রবার রাতে তাদের আটক করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বিষয়টি জানিয়েছেন। মাসুদুর রহমান জানান, এ সময় চারটি গাড়িসহ তাদের কাছ থেকে পিস্তুল, গুলি, ওয়ারলেস সেট, হাতকড়া, ছুরি, জ্যাকেট উদ্ধার করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
Share!