শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নব্য সভাপতি সফিউল ইসলাম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মনোনীত হয়েছেন সফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি ২০১৭ থেকে ২০১৯ মেয়াদে দায়িত্ব পালন করবেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের ভবনে এফবিসিসিআইয়ের নির্বাচন কমিশন তাঁকে সভাপতি হিসেবে ঘোষণা করে। এবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. আলী আশরাফ। সফিউল ইসলাম মহিউদ্দিন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ছিলেন। অন্যদিকে পরিচালকদের ভোটের মাধ্যমে প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম এবং সহসভাপতি হিসেবে মোহাম্মদ মুনতাকিম আশরাফ নির্বাচিত হয়েছেন। ফেডারেশন সূত্রে জানা যায়, সংগঠনটির মোট পরিচালকদের ৬০টি পদের মধ্যে ৩০টি অ্যাসোসিয়েশন থেকে এবং ৩০টি চেম্বার থেকে। প্রতিটি গ্রুপ থেকে আবার ১২ জন করে মনোনীত পরিচালক থাকেন। আর ১৮ জন করে মোট ৩৬ পদে নির্বাচনের মাধ্যমে আসতে হয়। তবে এবার চেম্বার গ্রুপের ১৮ জন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। জানা যায়, গত রোববার অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮ জন পরিচালক পদে এফবিসিসিআইয়ের সদস্যদের ভোটে নির্বাচন হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কাল ১৭ মে পরিচালক পদের বিপরীতে আপিল করা যাবে। আগামী ২১ মে এফবিসিসিআইয়ের নির্বাচনী আপিল বিভাগের পর্যবেক্ষণ শেষে অফিশিয়ালি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।