শ্রমজীবী ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শ্রমজীবী ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করছে সরকার। আজ বৃহস্পতিবার শ্রমজীবী মানুষ ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে ৬০ জন শ্রমজীবী মানুষ এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়ন এবং উৎপাদনের সঙ্গে যারা জড়িত বা দেশ গঠনে জড়িত, যারা শ্রম দিচ্ছে, যারা খেটে খাচ্ছে তাদের ভাগ্য পরিবর্তন বা কর্মস্থল নিরাপত্তা এবং তাদের পরিবার যেন বিপদে-আপদে সহায়তা পায় সেটাই মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জার্মান সরকার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইএলওর মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে শ্রমিকদের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ করছে সরকার। এ ছাড়া দুর্ঘটনার শিকার শ্রমিকদের ক্ষতিপূরণের লক্ষ্যে ইনজুরি স্কিম চালু করা হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ এবং সুরক্ষায় গঠন করা হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল। খেটে খাওয়া এসব মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। এ সময় দেশকে এগিয়ে নিতে মালিক- শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধু দেশে নয়, প্রবাসী শ্রমিকরা যেন যোগ্যতা ও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, সে জন্য প্রশিক্ষণসহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘পেশাগত দক্ষতা যেন আরো বৃদ্ধি পায় সে জন্য আমরা বিভিন্ন দেশেও প্রশিক্ষণের ব্যবস্থা করি।’ তিনি আরো বলেন, ‘সম্পূর্ণ অক্ষম ব্যক্তির হাতে যেন পেনশন তুলে দিতে পারি সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শ্রমিক পরিবার থেকে উচ্চশিক্ষায় স্থান করে নেওয়া ২৭ জন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। আরো ৩৭ অসচ্ছল পরিবারসহ মোট ৬৪ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন শেখ হাসিনা।