Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

রাজধানীর রমনা থানার এসআইয়ের বিরুদ্ধে মামলা

রাজধানীর রমনা থানার এসআইয়ের বিরুদ্ধে মামলা

রাজধানীর রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামানসহ দুজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মো. জামিল হোসেন। মামলায় অপর আসামি হলেন ওসমান গনি। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার আরজি থেকে জানা যায়, ব্যবসার সুবাদে বাদী জামিল হোসেনের সঙ্গে আসামি ওসমান গনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ওসমান গনি বিভিন্ন সময়ে জামিল হোসেনকে ব্যবসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা দেন। কিন্তু জামিল ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওসমানের বিনিয়োগকৃত টাকা যথাসময়ে পরিশোধ করতে পারেননি। এ জন্য ওসমান গনি বাদী হয়ে জামিল হোসেনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গত ১৭ জানুয়ারি একটি পিটিশন মামলা করেন। পরবর্তী সময়ে আদালত মামলাটি তদন্তের নির্দেশ দেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। মামলার সূত্র ধরে এসআই মনিরুজ্জামান জামিলকে থানায় হাজির হতে বলেন। পরে গত ২ মে জামিল থানায় গেলে মনিরুজ্জামান তাঁকে আটকে রাখেন। এরপর মনিরুজ্জামান ওসমান গনিকে দুই কোটি টাকার চেক দিতে বলেন। নইলে তাঁকে জঙ্গি মামলা, বিস্ফোরক এবং বিস্ফোরক উপাদান কিনে বিস্ফোরক মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেন। এ সময় জামিল চেক দিতে অস্বীকৃতি জানালে মনিরুজ্জামানসহ দু-তিনজন পুলিশ তাঁকে কিল ঘুষি ও লাথি মারেন। আরজিতে উল্লেখ করা হয়, মারধরের পরের দিন হাজতে থাকা অবস্থায় জামিল তাঁর স্ত্রীকে ফোন করে বাসা থেকে ইসলামী ব্যাংকের একটি চেকবই আনতে বলেন। পরে সেই চেকবইয়ে ১২টি চেকে এক কোটি ৩৬ লাখ টাকা দেন। এরপর ৩০০ টাকার নন জুডিশিয়াল অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে জামিলকে থানা হাজত থেকে মুক্তি দেন এসআই। কিন্তু এরপরও বিভিন্ন সময়ে জামিলকে হুমকি ও ভয়ভীতি দেখান এসআই। বিষয়গুলো তুলে ধরে আজ মামলা করা হয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top