জঙ্গি আস্তানায় সোয়াত ও বোমা বিশেষজ্ঞ দল
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে আসছে সোয়াত ও বোমা বিশেষজ্ঞ দল। বৃহস্পতিবার দুপুরের দিকে তারা ঢাকা থেকে রওনা হয়েছেন। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর বাড়ির ভেতরে ঢুকবে আইনশৃঙ্খলা বাহিনী। এখন তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিফজুর আলম মুন্সি বলেন, ‘সোয়াত টিম ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার বোম্ব ডিসপোজাল ইউনিটের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারা এলে বাড়ির ভেতরে অভিযান চালানো হবে। ঘটনাস্থলে এরই মধ্যে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এসেছেন। বাড়ির আশপাশে কেটে নেওয়া ধানের জমিতে পাঁচ জঙ্গির লাশ পড়ে আছে। লাশগুলো উদ্ধার করতে গেলে বাড়ির ভেতর থেকে আবার জঙ্গি হামলার আশঙ্কা আছে। এ জন্য লাশগুলোও উদ্ধার করা হয়নি। এখন বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বৃহস্পতিবার ভোরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনীপুর গ্রামের এই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। এরপর মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু জঙ্গিরা তাতে সাড়া দেয়নি। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির ভেতরে পানি ছিটাতে শুরু করেন। এ সময় জঙ্গিরা বাড়ি থেকে বের হয়ে আচমকা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা চালায়। পুলিশ তখন পাল্টা গুলি চালায়। এ সময় নিজেদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পাঁচ জঙ্গি আত্মহুতি দিয়েছে।