কিশোরের মাথা কেটে থানায় ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা
ভারতের তামিলনাড়ু রাজ্যের কুড্ডালোর এলাকায় এক কিশোরের মাথা কেটে থানায় ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বুধবার রাতে লোমহর্ষক এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলের ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) ফুটেজে দেখা যায়, থানার গেটের কাছে মোটরসাইকেল থেকে নামেন দুই আরোহী। তাঁরা কিশোরের মাথাটি ছুড়ে দিয়ে অন্ধকারে মিশে যান। ওই ফুটেজের ভিত্তিতে এরই মধ্যে সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজনকে ধরতে অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, নারীদের অলংকার ছিনতাই ও মোটরসাইকেল চুরির সঙ্গে যুক্ত একটি চক্র ওই কিশোরকে হত্যা করেছে। ওই চক্রের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়াই কাল হয়েছে কিশোরের পুলিশের ভাষ্য, তামিলনাড়ুর কুড্ডালোরের পার্শ্ববর্তী এলাকা পুদুচেরির একটি হ্রদের পাশে কিশোরকে হত্যা করা হয়। হত্যার পর তারা কিশোরের শিরশ্ছেদ করে। এরপর আলাদা হওয়া মাথাটি একটি ব্যাগে ভরে মোটরসাইকেলে চড়ে থানায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে কুড্ডালোর থানা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কিশোরের মস্তকবিহীন লাশ পাওয়া যায়। পুলিশের দাবি, ধারালো অস্ত্র দিয়ে কিশোরকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজনের বয়স ২০ বছরের বেশি। তাঁদের বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে জানতে চাইলে পুদুচেরি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজীব রঞ্জন বলেন, ‘তদন্ত চলছে। এই মামলায় প্রধান আসামি বিনোদ। চক্রটির অপরাধের বিষয়ে পুলিশকে অবহিত করার কারণেই কিশোরকে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।