দুই ছাত্রী ধর্ষণ মামলা ধর্ষক সাফাতকে বাসায় পায়নি পুলিশ
রাজধানীর হোটেলে আটক রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলার ১ নম্বর আসামি সাফাত আহমেদকে গ্রেপ্তারে তাঁর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বর সেক্টর এলাকায় সাফাতের নিজ বাড়ি ‘আপন ঘরে’ অভিযান শুরু করে পুলিশ। দুপুর পৌনে ১টার দিকে ঘণ্টাব্যাপী অভিযান শেষ হয়। বনানী থানার দুই উপপরিদর্শক (এসআই) ৮-১০ জন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে অভিযানে অংশ নেন। অভিযান শেষে বাড়ি থেকে বের হয়ে বনানী থানার এসআই মিল্টন দত্ত সাংবাদিকদের জানান, সাফাত আহমেদকে ধরতেই তাঁরা এই বাসায় এসেছিলেন। কিন্তু আসামিকে পাওয়া যায়নি। গতকাল সাফাতের বাবা দিলদার আহমেদ গণমাধ্যমকে বলছিলেন, তাঁর ছেলে বাসাতেই আছে। কিন্তু আজ অভিযান চালানোর সময় পুলিশ তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি তা অস্বীকার করেন বলে জানান এসআই। সাফাতের পাসপোর্ট জব্দ করা হয়েছে কি না সাংবাদিকের প্রশ্নের জবাবে এসআই জানান, এ বিষয়ে সাফাতের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে পাসপোর্ট পাওয়া যায়নি। আসামিদের ধরতে পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে বলে জানান মিল্টন।