ইত্তেফাক মোড়ে বাসচাপায় নারী নিহত
রাজধানীর ইত্তেফাক মোড়ে বাসের ধাক্কায় শারমিন আক্তার (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তারের বাড়ি পটুয়াখালী জেলায় বলে জানা গেছে। তিনি টিকাটুলীতে থাকতেন। ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী জানান, আজ ভোরে ইত্তেফাক মোড়ে রাস্তা পারাপারের সময় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শারমিন আক্তারকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলে এসআই জানান।
Share!