যুবলীগ নেতাকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক যুবলীগ নেতাকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর উপজেলার আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতার নাম গোলাম মোস্তফা। তিনি করেরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। পুলিশ জানায়, গোলাম মোস্তফার বাড়ি টিলা এলাকায়। গতকাল রাতে স্থানীয় বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা গোলাম মোস্তফার মাথায় ও ঘাড়ে ছুরিকাঘাত করে হত্যা করে। খবর পেয়ে আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই যুবলীগ নেতার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, যুবলীগ নেতার নিজের বাড়ির সামনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।