Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জিপিএ ৫ না পাওয়ায় মায়ের সঙ্গে ঝগড়ার পর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

জিপিএ ৫ না পাওয়ায় মায়ের সঙ্গে ঝগড়ার পর  রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তুষার সূত্রধর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জিপিএ ৫ না পাওয়ায় মায়ের সঙ্গে ঝগড়ার পর তুষার গতকাল রোববার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তার বড় বোন জানিয়েছে। তুষার দেলুয়াকান্দি গ্রামের সুশীল কুমার সূত্রধরের ছেলে। তুষারের বড় বোন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সান্ত্বনা খাতুন জানান, তুষার সূত্রধর এবার বানিয়াগাঁতী এস এম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরিবারের আশা ছিল, তুষার জিপিএ ৫ পেয়ে পাস করবে। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, সে জিপিএ৪.০১ (এ) পেয়েছে। এ রেজাল্ট নিয়ে রোববার রাতে তাঁদের মা রমা রানীর সঙ্গে তুষারের ঝগড়া হয়। এতে রাগে-অভিমানে তুষার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান,  এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এর আগে জিপিএ ৫ না পাওয়ার দুঃখে গত শনিবার সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রক্তিম দাস জয় (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী। ওই মহল্লার প্রদীপ দাসের একমাত্র ছেলে রক্তিম দাস জয় সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার আশা ছিল জিপিএ ৫ পেয়ে পাস করবে। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, সে জিপিএ ৪ দশমিক ৫ পেয়ে পাস করেছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top