‘সম্মিলিত জাতীয় জোটে’ ৫৯টি রাজনৈতিক দল
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স বা ‘সম্মিলিত জাতীয় জোটে’ ৫৯টি রাজনৈতিক দল শামিল হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এদের মধ্যে মাত্র দুটি দলের নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে বলে জানা গেছে। এর একটি হচ্ছে জাতীয় পার্টি, অন্যটি ইসলামিক ফ্রন্ট। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নতুন জোটের ঘোষণা দেন। বেশ কিছুদিন ধরেই নতুন জোট ঘোষণার কথা বলে আসছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। এরশাদের নতুন এই রাজনৈতিক জোটে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০-৪০টি দল থাকবে বলেও বিভিন্ন সময় আলোচিত হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল নরসিংদীতে দলের এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০ থেকে ৪০টি রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আশা করছি, এ মাসের (এপ্রিল) মধ্যেই নতুন জোটের ঘোষণা দিতে পারব।’