বাংলাদেশ দলের বিমানে কারিগরি সমস্যা
ত্রিদেশীয় সিরিজ খেলতে ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল সকাল পৌনে ৮টায়। সে অনুযায়ী শুধু বিমানবন্দরে পৌঁছায়নি দল, বিমানেও উঠেছিলেন খেলোয়াড়রা। কিন্তু বিমানে উঠে এক ঘণ্টারও বেশি সময় বসে থাকতে হয় পুরো বাংলাদেশ দলকে। কারণ ছিল বিমানের কারিগরি ত্রুটি। পরে অবশ্য কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ দল বিমান থেকে নেমে যায়। সমস্যা সমাধান হওয়ার পর কিছুটা দেরি হলেও নিরাপদেই বাংলাদেশ দল আয়ারল্যান্ডে পৌঁছেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্রে জানা গেছে, প্রায় দেড় ঘণ্টা দেরিতে বাংলাদেশ দল আয়রল্যান্ডের বিমানে উঠে। আয়রল্যান্ডে পৌঁছার পর এদিন আর অনুশীলনে নামেনি বাংলাদেশ দল। আগামীকালও বিশ্রামে থাকবে তারা। মঙ্গলবার থেকেই পুরোদমে শুরু হবে দলের অনুশীলন। আগামী ১২ মে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তার আগে অবশ্য ১০ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা।