এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু আর নেই
বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে মারা যান এই রাজনীতিবিদ। গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন নিলু। গতকাল রাত ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। শওকত হোসেন নিলু ১৯৫২ সালের ৩ এপ্রিল গোপালগঞ্জের গিমাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট নামে একটি জোটের আহ্বায়ক ছিলেন।