পাঁচ বছরের মধ্যে বিদেশি শ্রমিকরা বাংলাদেশে কাজ করতে আসবে : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
আগামী পাঁচ বছরের মধ্যে বিদেশি শ্রমিকরা বাংলাদেশে কাজ করতে আসবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি শিশুপার্কে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ মন্তব্য করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি এ দেশের মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিএনপি-জামায়াত কৌতুক করত। এখন তাদের সেই কৌতুকই বাস্তবে রূপধারণ করেছে। আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশ সাহায্যের জন্য কারো দ্বারপ্রান্তে যাচ্ছে না। আমাদের কর্মসংস্থান দেখে বিদেশিরা বলতে শুরু করেছে, বাংলাদেশে লোক পাঠানো হবে।’ আগামী পাঁচ বছরের বছরের মধ্যে বিদেশি শ্রমিক বাংলাদেশে কাজ করতে আসবে বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে দাবি করে শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তৃতীয় বিপ্লবের কর্মসূচি দিয়ে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পা বাড়িয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এই দেশকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধকে গলা টিপে হত্যা করা হয়েছিল। জাতীয় চার মূলনীতিকে ছুড়ে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেন আমির হোসেন আমু। জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প পরিচালক (উপসচিব) মির্জা আশ্রাফ, পুলিশ সুপার (এসপি) জোবায়েদুর রহমান। এর আগে শিল্পমন্ত্রী ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। মেলায় ৪০টি স্টল অংশ নিয়েছে।