ইয়াবার সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ইয়াবার সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষক, অভিভাবক, ওলামা-মাশায়েখসহ সবার প্রতি জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বিকেলে কক্সবাজারে ১৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি কক্সবাজারকে আন্তর্জাতিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘৭৫ এরপরে যারা ক্ষমতায় এসেছে, ওই বিএনপি-জামায়াত জোট, এরশাদ, খালেদা জিয়া; যারাই ক্ষমতায় এসেছে কেউ কখনো ভারতের কাছে আমাদের স্থলসীমানায় আমাদের যে অধিকার আছে, স্থলসীমানা চুক্তি যে বাস্তবায়ন করতে হবে, এই কথাটা কখনো বলে নাই। তুলে ধরার সাহসই পাই নাই। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশাল সমুদ্রসীমা, এই সমুদ্রসীমায় বাংলাদেশের যে অধিকার আছে, এই অধিকারের কথাটা বলার সাহস না জিয়াউর রহমান পেয়েছে, না এরশাদ, না খালেদা জিয়া। কেউ কখনো এই কথাটা ভারতের কাছে তোলে নাই।এ সময় শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে এই কক্সবাজার গড়ে উঠবে। আপনারা মর্যাদার সঙ্গে সুন্দর জীবনযাপন করবেন। আমরা সেটাই করে দেব। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে।