দেশে ফেরার অপেক্ষার প্রহর গুনছে ২২০ জন নারী
বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া দুইশো ২০ জন নারী দেশে ফেরার অপেক্ষার প্রহর গুনছে প্রতিবেশী দেশ ভারতে। সারা পশ্চিমবঙ্গে যৌনকর্মী উদ্ধার অভিযানে উদ্ধারকৃতদের মধ্যে দুইশোর অধিক নারী ছিল বাংলাদেশি। যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়েছেন।
ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, উদ্ধার হওয়া নারীদের অধিকাংশই বাড়িতে ফিরে যেতে চায় না। তারা তাদের বাড়ির ঠিকানা দিতে চায় না। কেউ তাদের স্থায়ী ঠিকানা ইচ্ছাকৃত দিতে চায় না, আবার কেউ ঠিকানা ভুলে গেছে। কারণ হিসেবে তারা বলে, এখন আমরা আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব না। আমরা সমাজে গিয়ে কীভাবে স্বাভাবিক জীবন কাটাবো? তার থেকে ভালো আগের জীবনে ফিরে যাওয়া। পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ উন্নয়নের প্রিন্সিপাল অব সেক্রেটারি রোশনি সেন বলেন, আমরা দুইশো ২০ জন নারীকে তাদের দেশে ফেরত পাঠাবো। যারা বিভিন্ন যায়গায় যৌনকর্মী হিসেবে ছিল। আমরা তাদের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে রেখেছি। দু’দেশের মধ্যে আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়ার পর আমরা তাদের খুব শিগগিরই দেশে ফেরত পাঠাতে পারব। সেন আরো বলেন, আমরা পাঁচ বছরে প্রায় ৪০০ নারী ও শিশুকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছি। নারী ও শিশু নির্যাতন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিন বছরেরও বেশি সময় ধরে যৌনকর্মী হিসেবে কাজ করা অপহৃত আসমা ও সিউলি (ছদ্মনাম) বলেন, কখনো ভাবি নি আমরা আমাদের দেশে ফিরে যেতে পারব। ফিরতে পারব যেনে আমাদের খুব ভালো লাগছে।