মোহাম্মদপুরে পোশাকশ্রমিকের লাশ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শাকিলা আক্তার (১৮)। বাড়ি পঞ্চগড় জেলায় বলে জানা গেছে।গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জেনেভা ক্যাম্প সি ব্লকের ২১৯ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজিত সাহা জানান, শাকিল ও তাঁর স্বামী সোহেল রানা ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাঁরা দুজনেই পোশাক কারখানায় চাকরি করতেন। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, সোমবার রাতে স্বামীর সঙ্গে শাকিলার ঝামেলা হয়। এতে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই সুজিত।