গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু
ভারতের উত্তর প্রদেশে অসুস্থ গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে রাজ্য সরকার। স্থানীয় সময় মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনৌ শহরে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যটির উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। এর আগে ভারতে গরুদের জন্য আধার কার্ডের পরিকল্পনা নেওয়া হয়েছিল। অভিনব এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘গৌবংশ চিকিৎসা মোবাইল ভ্যান’। অ্যাম্বুলেন্সের ভেতরে একজন পশু চিকিৎসক থাকবেন। কোনো গরু আহত বা অসুস্থ হলে ওই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট গোশালায়। সেখানে অভিজ্ঞ পশু চিকিৎসকরা আহত গরুর চিকিৎসা করবেন। পরে সুস্থ হলে গরুকে অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেওয়া হবে সেটির বাসস্থানে। সুস্থ হতে যত দিন সময় লাগবে তত দিন গোশালাতে রেখেই চলবে অসুস্থ গরুর চিকিৎসা। গরু বেওয়ারিশ হলে স্থায়ীভাবে গোশালাতেই রেখে দেওয়া হবে। আপাতত, এই পরিষেবা চালু হচ্ছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌ, বেনারস, মথুরা, এলাহাবাদ এবং গোরখপুর জেলায়। পরে উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় চালু হবে এই পরিষেবা। অসুস্থ গরুর জন্য অ্যাম্বুলেন্সের প্রয়োজনে দেওয়া হয়েছে একটি টোল ফ্রি নম্বরও। ওই নম্বরে ফোন করলেই চলে আসবে অসুস্থ গরুর সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স।