সিরাজদিখানে হাতবোমা, দেশীয় অস্ত্র উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর থেকে ১০টি হাতবোমা (ককটেল) ও ছয় শতাধিক দেশীয় অস্ত্র (টেঁটা) উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত ১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর এলাকার বোটঘাট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. হানিফের নেতৃত্বে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ কাউকে আটক করতে পারেনি। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের লক্ষ্যে কেউ এগুলো সংগ্রহ করছিল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
Share!