কাশিয়ানীতে মধুমতি নদী থেকে প্রকৌশলী লাশ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদী থেকে মো. দেলোয়ার হোসেন (৫৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নড়াইল গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী। গত ২৫ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায়। নড়াইলের গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহ আলম ভূঁইয়া জানিয়েছেন, দেলোয়ার হোসেনের পরিবারের সবাই ঢাকায় থাকেন। তাদের কাছে যাওয়ার জন্য দুদিনের ছুটি নিয়েছিলেন। নৈশকোচে তাঁর ঢাকা যাওয়ার কথা। আগামী নভেম্বর মাসে তাঁর অবসরে যাওয়ার কথা ছিল বলে জানান শাহ আলম ভূঁইয়া। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলী নুর জানান, দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের পর বলা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।