অবশেষে ট্রেনের ধাক্কায় জীবন গেল
রেললাইন পার হচ্ছিলেন। কানে ছিল হেডফোন। উপস্থিত লোকজন চিৎকার করে ডাকলেও শুনতে পাননি তিনি। অবশেষে ট্রেনের ধাক্কায় জীবন গেল তাঁর। আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও রেলগেটে এ ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৫)। তিনি ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তি জানান, রেললাইনে চলার সময় মিজানুর রহমান নামে ওই লোকের কানে হেডফোন ছিল। এ কারণে উপস্থিত সবাই ডাকলেও তিনি শুনতে পাননি। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল ইসলাম জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসের ধাক্কায় মিজানুরের মৃত্যু হয়।