পাগলার পুটলিতে পাওয়া গেল ৪৫ হাজার টাকা
গাজীপুরের জয়দেবপুর বাজার থেকে আজ বুধবার মানসিক ভারসাম্যহীন (পাগল) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ব্যক্তির পুটলি থেকে ৪৫ হাজারের বেশি টাকা পাওয়া যায়। তাঁর নাম আবদুল কাদির (৭০)। তবে বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ উদ্দিন ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাকসহ স্থানীয়রা জানান, জয়দেবপুর বাজার এলাকায় প্রায় ৩০ বছর আগে আবদুর কাদির কাজের সন্ধানে আসেন। ১০-১২ বছর আগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকে ছেঁড়া কাপড় পরে বাজার এলাকায় থাকতেন। সবাই তাঁকে ‘কাদির পাগলা’ বলে চিনতেন। বাজারের ব্যবসায়ীরা তাঁকে খাওয়া-দাওয়া করাতেন এবং আর্থিক সহযোগিতা করতেন। মঙ্গলবার রাত ১১টার পর তিনি জয়দেবপুর মধ্যবাজারের সিরাজ মিয়ার দোকানের সামনে ঘুমিয়ে পড়েন। আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে লাশ উদ্ধার করে। এ সময় লাশের সঙ্গে থাকা একাধিক পুটলি থেকে ভাঁজ করা ৪৫ হাজার ৭৪২ টাকা পাওয়া যায়। এ ছাড়া বেশ কিছু ছেঁড়া ও ব্যবহার অনুপযোগী বিভিন্ন মূল্যমানের নোট উদ্ধার করে পুলিশ। পরে ওই বাজারের ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের উদ্যোগে জানাজা শেষে তাঁর লাশ বিকেলে গাজীপুর কবরস্থানে দাফন করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কাদির পাগলার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল ছেঁড়া লুঙ্গি। আনুমানিক ৭০ বছর বয়সের ওই ব্যক্তি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারেন। তাঁর কাছ থেকে পাওয়া টাকাগুলো থানায় রাখা আছে। তাঁর আত্মীয়-স্বজনদের সন্ধান পেলে ওই টাকা হস্তান্তর করা হবে।