নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে বাড়ির মালিকের স্ত্রী খুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ঝগড়া থামাতে গিয়ে এক সময়কার ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে এক বাড়ির মালিকের স্ত্রী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি পশ্চিমপাড়া এলাকার ২১২ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম সেলিনা আক্তার (৫০)। ঘটনার পর থেকে সন্দেহভাজন হত্যাকারী সোলেমান মিজি পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে প্রথমে স্থানীয় খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সেলিনার ভাই আয়নুল হক জানান, চারতলা বাসার দ্বিতীয় তলায় স্বামী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন সেলিনা। গতকাল সন্ধ্যা নামার পর পরই বাড়ির চতুর্থ তলায় ঝগড়ার শব্দ শুনে উপরে যান সেলিনা। সেখানে ভাড়াটিয়া ময়না বেগম ও তাঁর সাবেক স্বামী সোলেমান মিজি ও পাশের আরেক ভাড়াটিয়ার মধ্যে তুমুল ঝগড়া হয়। সে সময় সেলিনা তাদের ঝগড়া থামাতে বলেন। তিনি সোলেমানকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সেলিনার গলায় কোপ দেন সোলেমান। সোলেমানের স্ত্রী ময়না বেগম জানান, চার মাস আগে সোলেমানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। গতকাল সোলেমান বাসায় গিয়ে তাঁর ওপর চড়াও হন। ঝগড়া শুনে মালিকের স্ত্রী সেলিনা এসে সোলেমানকে বেরিয়ে যেতে বলেন। এর সময় সোলেমান ধারালো ছুরি দিয়ে সেলিনার গলায় কোপ দেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য সেলিনার লাশ ঢামেক হাসপাতালের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।