দুই প্রতিষ্ঠানকে জরিমানা,প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য দেয়নি
প্রতিশ্রুতি অনুযায়ী ভোক্তার কাছে সঠিক পণ্য তুলে দেয়নি দুই প্রতিষ্ঠান। আর এ কারণে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর কারওয়ান বাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পৃথক শুনানি শেষে এ জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান হচ্ছে, ব্রাদার্স ফার্নিচার ও লিনেক্স ইলেকট্রনিকস বিডি লিমিটেড। ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, মোরশেদা সুলতানা ব্রাদার্স ফার্নিচার থেকে শোকেস ক্রয় করেন। তিনি অভিযোগ করেন, প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক পণ্য দেয়নি ব্রাদার্স ফার্নিচার। শুনানিতে ব্রাদার্স ফার্নিচার দোষ স্বীকার করেন। পরে সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। মাসুম আরেফিন বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ব্রাদার্স ফার্নিচারকে জরিমানা করা হয়।’ নিয়ম অনুযায়ী জরিমানাকৃত অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে প্রদান করা হয় বলে জানান তিনি। অপর দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল লিনেক্স ইলেকট্রনিক্স বিডি লিমিটেডকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে ক্রেতাকে সরবরাহ না করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযোগকারী তারেক শামস গত ২১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ওই প্রতিষ্ঠান থেকে নগদ মূল্যে গ্যাস স্টোভসহ দুটি পণ্য ক্রয় করেন। ক্রয়ের সময় শর্ত ছিল দুই মাস পর পণ্য দুটি পাওয়া যাবে। দুই মাস চলে গেলেও প্রতিষ্ঠানটি পণ্য সরবরাহ না করায় তারেক শামস গত ২ এপ্রিল ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন। অধিদপ্তর থেকে শুনানির নোটিশ প্রদানের পর গত ১২ এপ্রিল তারেককে দুটি পণ্য সরবরাহ করা হয়। তবে তারেক অভিযোগ করেন তিনি নির্ধারিত পণ্য বুঝে পাননি। শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় লিনেক্স ইলেকট্রনিক্স বিডি লিমিডেটকে জরিমানা করা হয়। পরে জরিমানার ২৫ শতাংশ টাকা অভিযোগকারী তারেককে প্রদান করা হয়।