জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল করিমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে শহরের গাঙ্গিনারপাড় আসাদ মার্কেটের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে করিমকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেন,২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল করিমের নামে পাঁচটি মামলা রয়েছে। তিনটি মামলায় তিনি আদালত থেকে জামিন নিলেও দুটি মামলায় জামিন নেননি। রাত পৌনে ৮টার দিকে পুলিশ গাঙ্গিনারপাড় আসাদ মার্কেটের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ওই দুই মামলায় তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। আবদুল করিমের ছেলে কামরুল ইসলাম বাবু জানান, মাগরিবের নামাজের পর তাঁর বাবা কিছু সময়ের জন্য আসাদ মার্কেটে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে যান। পরে পাশের মিষ্টির দোকানের সামনে দাঁড়াতেই সাদা পোশাকধারী পুলিশ তাঁকে আটক করে। এ সময় দুটি সাদা মোটরসাইকেলের একটিতে বসিয়ে তাঁকে নিয়ে চলে যায় পুলিশ। বাবু আরো জানান, করিম শহরের আসাদ মার্কেট, শহীদ মার্কেট, খালেদ মার্কেট, মাহবুব মার্কেট ও গ্রিন মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি। তাঁর (করিম) নামে কোনো মামলা নেই। ছয় থেকে সাতটি মামলা ছিল সেগুলোতে তিনি জামিনে আছেন।