গোপিবাগ কাঁচাবাজার সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
রাজধানীর গোপিবাগ কাঁচাবাজার সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর পরনে ছিল সাদা কালো রঙের প্রিন্টের শাড়ি। ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।
Share!