গুলশানে ইউনাইটেড হাসপাতাল থেকে এক চিকিৎসকের লাশ উদ্ধার
রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতাল থেকে খোরশেদ আলম (৪৫) নামের এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। খোরশেদ একই হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ছিলেন। গতকাল বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের বরাত দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্ত্রী ও সন্তানদের নিয়ে উত্তরা পশ্চিম থানা এলাকায় ১৩ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ এভিনিউতে একটি ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন খোরশেদ। ২২ এপ্রিল বিকেলে বাসায় খোরশেদ নিজের শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয়।পরিবারের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে খোরশেদ আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।