আত্মসাৎ ২০৬ কোটি টাকা , স্পিনিং মিলের এমডি গ্রেপ্তার
এক্সিম ব্যাংক থেকে ২০৬ কোটি টাকা আত্মসাতের মামলায় মেসার্স হাজি ইসলাম উদ্দিন স্পিনিং মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান, এক্সিম ব্যাংকের রাজউক এভিনিউ শাখা থেকে ব্যবস্থাপকের সহযোগিতায় মো. ইসলাম উদ্দিন ২০৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন। কারখানার জিনিসপত্র কেনার জন্য তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু বেশ কয়েক বছর ধরে তাঁর কারখানাটি বন্ধ আছে। ব্যাংকের ব্যবস্থাপক সব কিছু জেনে শুনে তাঁকে ঋণ দিয়েছিলেন। এই ঘটনায় আজ রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার। এ মামলায় মো. ইসলাম উদ্দিন, এক্সিম ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপকসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। ওই মামলায় প্রধান আসামি ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হবে বলে প্রণব কুমার জানিয়েছেন।