Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

শিক্ষার্থীদের পিঠে হাঁটা চেয়ারম্যানের জামিন বাতিলে রুল:হাইকোর্ট

শিক্ষার্থীদের পিঠে হাঁটা চেয়ারম্যানের জামিন বাতিলে রুল: হাইকোর্ট

শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটা চাঁদপুরের হাইমচর উপজেলার চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে কোন কর্তৃত্ববলে শিশু আদালতের বিচারক জামিন দিয়েছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে ওই বিচারককে জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওই চেয়ারম্যানের জামিন কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এ-সংক্রান্ত রিভিশন আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির বিপ্লব ও মো. সারোয়ার হোসেন। পরে আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব সাংবাদিকদের জানান, ছাত্রদের শরীরে গড়া সেতু দিয়ে হাঁটা চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হাইকোর্টে আগাম জামিন চেয়ে ব্যর্থ হন। কিন্তু গত ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাঁকে অভিযোগপত্র দাখিলের আগপর্যন্ত জামিন দেন।  নিম্ন আদালতের এ আদশের বিরুদ্ধে মামলার বাদী আবদুল কাদের গাজী হাইকোর্টে রিভিশন আবেদন করেন। আজ ওই আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। গত ৩০ জানুয়ারি হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতীকী মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। এ নিয়ে সামাজিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে গত ১ ফেব্রুয়ারি এক শিক্ষার্থীর অভিভাবক আবদুল কাদের গাজী মামলা দায়ের করেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top