Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

কোকো-৪ লঞ্চডুবি: মাস্টারসহ ৯ জনের ৪ বছর কারাদণ্ড

 কোকো-৪ লঞ্চডুবি: মাস্টারসহ ৯ জনের ৪ বছর কারাদণ্ড

ভোলার লালমোহনের নাজিরপুরে কোকো-৪ লঞ্চডুবিতে ৮১ জনের মৃত্যু ঘটনায় দায়ের করা মামলায় লঞ্চের মাস্টার শামসুল হকসহ নয়জনকে চার বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার নৌ-আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি নয়জনের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া কোকো-৪ লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স রহমান শিপ বাংলাদেশ লিমিটেডকে চার লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ারও আদেশ দেয়া হয়েছে। নাজিরপুরে ২০০৯ সালে কোরবানির ঈদের যাত্রী নিয়ে ডুবে যায় কোকো-৪ লঞ্চ। ওই ঘটনায় অন্তত ৮১ জনের মৃত্যু হয়। ডুবন্ত লঞ্চটির কারণে ওই নদীতে নাব্য সঙ্কট দেখা দেয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top