লালপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে দুই জন নিহত
নাটোরের লালপুরের কদমচিলান এলাকায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। রোববার দুপুর ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে ও অ্যাম্বুলেন্স চালক ফরিদ হোসেন (৫০) এবং একই গ্রামের আয়ুব আলী শেখের ছেলে হেলপার সুজন শেখ (৩২)। আহত হলেন, নাঈম হোসেন (৩২) নামে অপর একজন। তাকে আশঙ্কাজনক অব¯’ায় বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহাদত হোসেন জানান, রোববার দুপুর ১২টার দিকে রোগী নামিয়ে দিয়ে পাবনা থেকে একটি অ্যাম্বুলেন্স বনপাড়ার দিকে যা”িছল। পথে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌছালে বিপরীত দিক নাটোর থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি ছিটকে রাস্তার পার্শ্বে একটি পুকুরে পড়ে যায়। এসময় অ্যাম্বুলেন্স চালক ও হেলপার ঘটনা¯’লেই মারা যান। এসময় আহত হন আরো একজন। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মী ও বনপাড়া হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনা¯’ল থেকে পুকুরে ডুবে যাওয়া ট্রাক-অ্যাম্বুলেন্সটি উদ্ধার কাজ চলছে।