কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ।
কুষ্টিয়ার সদর উপজেলায় বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল সদর উপজেলার হরিশংকরপুর এলাকার বাবুর সরদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম মোটরসাইকেল করে নিজ বাড়ি থেকে বৃত্তিপাড়ায় যাচ্ছিলেন। বেলা সোয়া ১২টার দিকে পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে পৌঁছালে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার জানান, যুবকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।