নাটোরে মুক্তিযোদ্ধা কমান্ডারের ঝুলন্ত লাশ উদ্ধার।
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রাশেদুন নবী ওরফে বেফিন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা কমান্ডারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মালঞ্চি বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিনতলা ভবনের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কমান্ডার রাশেদুন নবীর বাড়ি উপজেলার শাইলকোনা এলাকায়। নিহতের স্ত্রী সুফিয়া বেগম জানান, গতরাতে তার স্বামী রাশেদুন নবী বাসায় ছিলেন না। বৃহস্পতিবার সকালে নিহতের খবর দেয়া হয়। তিনি আরও জানান, বিগত কয়েক দিন ধরে রাশেদুন নবী মানসিক অস্থিরতায় ভুগছিলেন। তবে এই কারণে তিনি আত্মহত্যা করেছেন, না কেউ তাকে হত্যা করেছেন তা জানাতে পারেননি স্ত্রী সুফিয়া। বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিনতলায় কক্ষের দরজা ভেঙে রাশেদুন নবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় ওই কক্ষ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে বলেও জানান ওসি।