ডিইউজের চিঠি সংবাদকর্মীদের বৈশাখী ভাতা দিতে
পয়লা বৈশাখ উপলক্ষে সংবাদকর্মীদের উৎসব ভাতা দেওয়ার অনুরোধ জানিয়ে দেশের সব সংবাদমাধ্যমে চিঠি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। চিঠিতে দেশের বিভিন্ন সংবাদপত্র, বার্তা সংস্থা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদপত্রে কর্মরতদের ১৪২৪ বাংলা নববর্ষ উপলক্ষে উৎসব ভাতা দেওয়ার অনুরোধ করা হয়। আজ বুধবার ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকসহ সবস্তরের কর্মীদের উৎসব ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে বৈশাখী ভাতা দেওয়ার জন্য এর আগে নির্দেশনা দিয়েছেন। এর সূত্র ধরে দেশের বিভিন্ন সংবাদপত্র, বার্তা সংস্থা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদপত্রে কর্মরতদের ১৪২৪ সালে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা হিসেবে দেওয়ার অনুরোধ করা হলো।