বাংলাদেশে রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ফেসবুক বন্ধ।
বাংলাদেশের সরকার মধ্যরাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার লক্ষ্যে কাজ শুরু করেছে। টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, মধ্যরাতে ফেসবুক বন্ধের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠিটি আজ দুপুরেই তাঁর হাতে এসে পৌঁছেছে। “রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখতে বলা হয়েছে। কারণ ছাত্রছাত্রীরা ফেসবুকে অনেক সময় নষ্ট করে, রাতে তাদের ঘুম হয় না ঠিকমতো। এতে জাতির ক্ষতি হয়”-বলছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। মি: মাহমুদের ভাষ্য অনুযায়ী ও শিক্ষার্থী ও তরুণদের মঙ্গলের কথা ভেবে মধ্যরাতে ফেসবুক বন্ধের কথা ভাবছে সরকার। “তবে ফেসবুক বন্ধ হলে সবার জন্যই বন্ধ করা হবে, সিলেকটিভলি সেটা করা হবে না। অর্থাৎ কে তরুণ কে প্রাপ্তবয়স্ক সুনির্দিষ্টভাবে কোনও ব্যবহারকারীর জন্য বন্ধ করা সম্ভব নয়” -বলেন মি: মাহমুদ। কারিগরিভাবে এটা করা সম্ভব কিনা সেটা এখন যাচাই করে দেখবে বিটিআরসি। মি: মাহমুদ বলছেন, যেহেতু এটি প্রধানমন্ত্রীর নির্দেশনা কেবিনেট ডিভিশনের মাধ্যমে এসেছে তাই খুব তাড়াতাড়ি এটি কার্যকর হতে পারে। তাঁর ভাষায় “যদি সামগ্রিকভাবে বন্ধ করাটা সরকার সমর্থন করে তাহলে আগামী দুই-একদিনের মধ্যে রাত্রিকালীন ফেসবুক বন্ধ হতে পারে বাংলাদেশে”। এর আগে ২০১৫ সালে সরকারি নির্দেশে বাংলাদেশে ২২ দিন বন্ধ ছিল ফেসবুক।