দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেখানেই বিদ্রোহ হবে, সেখানেই বহিষ্কার :ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা দলের নিশ্চিত জয়কে বাধাগ্রস্ত করে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেখানেই বিদ্রোহ হবে, সেখানেই বহিষ্কার করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করে ওবায়দুল এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে। কিন্তু তারা কোনোভাবে সফল হবে না। জঙ্গিবাদ দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো যাবে না। ছাত্রলীগের পকেট কমিটি করা যাবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, একটা সোহাগ কমিটি, একটা জাকির কমিটি করা যাবে না। ছাত্রলীগ থেকে কালো পাহাড় সরাতে হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসি) মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি এস এম শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ।