নওগাঁর আত্রাইয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার।
আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল ২৮ মার্চ রোজ মঙ্গলবার রাত্রি ৮টায় উপজেলার মনিয়ারী ইউনিয়নের দীঘির পাড়া গ্রামে দীপের পাশের্^ একটি পুকুর খুঁড়তে গিয়ে শ্রমিকেরা কষ্টি পাথরের লক্ষী মূর্তি পেয়েছেন। পুলিশ জানায় গত মঙ্গলবার সন্ধ্যায় দীঘির পাড় গ্রামের ময়েন উদ্দিনের জমিতে পুকুর খনন সময় মাটি কাটার কাজ করছিলেন। এক পর্যায়ে তাঁরা মূর্তিটি দেখতে পান। পওে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আল্লা মা-শের-ই- বিপ্লব কে জানালে ইউপি চেয়ারম্যান আত্রাই থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা সরকার বিষয়টি নিশ্চিত করেন বলেন মূর্তিটি উদ্ধার করে থানা রাখা হয়েছে। মূর্তিটির ওজন ৬৫ কেজি ৫শ গ্রাম। তবে তার মূল্য এখনই নিদ্ধারন করা সম্ভব নয়। এবং মূর্তিটি আসলে কষ্টি পাথরের না পাথরের তা নিশ্চিত করার জন্য পরীক্ষা-নিরীক্ষা জন্য প্রতত্ব বিভাগকে জানানো হয়েছে।