প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ আজ সোমবার রাতে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষে চিত্রনায়ক ওমর সানী প্রথম আলোকে এ কথা জানান। চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, অভিনেতা মিজু আহমেদ ট্রেনে করে দিনাজপুর যাচ্ছিলেন। পথেই তিনি মারা যান। বাংলা চলচ্চিত্রের খল এই অভিনেতার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
Share!