নিউজ ফেয়ার ও স্বকাল চিত্র পত্রিকা এবং কিং হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি
আয়োজিত- সরকারের সফলতা ও দেশের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা
এবং আর্থিক অনুদান প্রদান-২০১৭ইং অনুষ্ঠানের সভাপতি নিউজ ফেয়ার গ্রুপ অব পাবলিকেশন্স এর সম্মানিত সম্পাদক এবং কিং হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান জনাব টি.এ.কে আজাদ তার সমাপ্তি বক্তব্যে বাংলাদেশের দ্রুতগামী উন্নয়ন নিয়ে বলেন – সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের উচিত সরকারের সাথে একমত হয়ে কাজ করার। সকল অপরাধ,দূর্নীতির বিরুদ্ধে মিডিয়া রাত – দিন স্মপূরকভাবে কাজ করে যাচ্ছে। আমরা শুধু দেশের কাছে চাই কিন্তু একবারও ভেবে দেখেছি আমরা দেশকে কি দিলাম?দেশের জনগণের দেশ প্রেমের অভাব, তাই আমাদের সকলের উচিৎ দেশেকে ভালোবাসার, দেশকে কিছু উপহার দেবার, দেশকে সামনের দিকে এগিয়ে নেবার। দেশ আমাদের, গড়তেও হবে আমাদের ।
দেশ আমাদের, গড়তেও হবে আমাদের
Share!