ফিলিস্তিনি পরিচালক রায়েদ আন্দোনি তার ‘ঘোস্ট হান্টিং’ চলচ্চিত্রের জন্য বার্লিন ফিল্ম ফ্যাস্টিভাল পুরস্কার পেয়েছেন।হাঙ্গেরিয়ান প্রেমের ছবি ‘অন বডি এন্ড সোউল’ ফ্যাস্টিভালে সেরা চলচ্চিত্র হিসেবে স্বর্ণ-ভাল্লুক পেয়েছে।হেলে নায়েচতে চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে রৌপ্য-ভাল্লুক পুরস্কার পেয়েছেন অস্ট্রীয় অভিনো জর্জ ফ্রেডরিক।কোরীয় অভিনেত্রী কিম মিন-হি ‘অন দ্য বিচ এট নাইট অ্যালোন’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে রৌপ্য-ভাল্লুক পেয়েছেন।গ্রান্ড জুরি পুরস্কার পেয়েছে ‘ফেলেসিতে’ চলচ্চিত্র। অ্যালান গমিজ পরিচালিত এবং ফরাশী-সেনেনাগিজ-বেলজিয়ান যৌথ প্রযোজনার এ ছবিতে কিনশাসার একটি বারে কর্মরত এক গায়িকা কাহিনি তুলে ধরা হয়েছে।ফিনল্যান্ডের আকি কাউরিসমাকি তার ‘দ্য আদার সাইড অব হোপ’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হিসেবে রৌপ্য-ভাল্লুক পেয়েছেন।
Share!