চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হাট বাজারের দোকান পাটেএবং রিক্স চালক ভ্যান চালক থেকে শুরু করে সর্ব সাধারণ মানুষের মুখে শুধু একটাই নাম তা হচ্ছে মইনউদ্দিন।নামটা শুনার পর মনে হচ্ছে সবার মুখে একটাই নাম মইনউদ্দিন আসলি কে মইনউদ্দিন সরজমিনে খবর নিয়ে জানা যায় ,চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার সেকেন্ড অফিসার মইনউদ্দিন।মইনউদ্দিন আসার পর থেকে আইন শৃংখলা পরিস্থি আগের চেয়ে বর্তমানের অনেক উন্নতি হয়েছিল।নিজের দায়েত্বে কোন কাজ অবহেলিত করেনি সর্বদাই সর্ব সাধারন মানুষের সুখে দুঃখে পাশে ছিল।অনেক গরিব অসহায় এমন কি সর্ব সাধারণ মানুষের কাছ থেকে জানা যায় সেকেন্ড অফিসার মইনউদ্দিনের কাছে যে কোন অভিযোগ নিয়ে গেলে কখনও আমাদের হয়রানি হতে হত না।তার যে এত নাম মইনউদ্দিনের কাছে জানতে চাইলে মইনউদ্দিন বলেন আমার টাকা পায়সার বাড়ি গাড়ি কোন লোভ নেই ,তিনি আনন্দিত হন যখন কোন অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারেন তিনি আরও বলেন আমি যত দিন বেচেঁ থাকব মানুষের জন্য কাজ করে যাব। কর্ম জীবন শুরু করেছি মানুষের পাশে থাকার জন্য শেষটাও মানুষের পাশে থাকব। কিন্ত কিছু দুষ্ট মাফিয়া চক্র দলের কারণে গরিব অসহায় মানুষের বন্ধু আমাদের গর্ব সেকেন্ড অফিসার মইনউদ্দিন কে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা থেকে বদলি হতে হলো ।মইনউদ্দিন আসার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ বাসি শান্তিতে বসবাস করত । যেখানে নেশার ছোবল মাদক দ্রব্য ও ছিনতাই হচ্ছিল সেখানে মইনউদ্দিন আসার পর অনেক কিছু নিয়ন্তে এসে গিয়েছিল।চাঁপাই নবাবগঞ্জ জলোর সব শ্রনেীর মানুষরে সাথে মলিমেশিে থাকতো এই সেকেন্ড অফিসার।সত্যি বলতে এখনো গ্রামে রয়োজ আছে ভাল মানুষ বশেদিনি বাঁচনো আর ভাল মানুষ বশেি দনি এক জায়গায় থাকতে পারনো।অনকেইে ভাবছে এবং মন-েপ্রানে চাইছে কবে সইে ভাল সকেন্ডে অফসিার আসব
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আইন শংখলা আগের চেয়ে উন্নত
Share!