Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সরকারের সফলতা ও দেশের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষকআলোচনা এবং আর্থিক অনুদান প্রদান-২০১৭ইং

নিউজ ফেয়ার ও স্বকাল চিত্র পত্রিকা দীর্ঘদিন ধরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনাম ও কৃতিত্বের সাথে কাজ যাচ্ছে যাচ্ছে, তেমনি দেশ ও জাতির কল্যাণে অটুট ভূমিকা অব্যাহত রেখেছে। আগামী ২৬ শে ফেব্রুয়ারী ২০১৭ইং দুপুর- ২ টায় ঢাকাস্থ বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, ৫৮/১/এ পুরানা পল্টন (বায়তুল মোকারর, মসজিদের বিপরীতে), নিউজ ফেয়ার ও স্বকাল চিত্র পত্রিকা এবং কিং হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি(এন.জি.ও) আয়োজিত – সরকারের সফলতা ও দেশের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষকআলোচনা এবং আর্থিক অনুদান প্রদান-২০১৭ইং” আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সদস্যগণ ও সংসদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ইতিমধ্যে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকমিডিয়ার সংবাদকর্মী সহ একাধিক দেশবরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নিউজ ফেয়ার ও স্বকাল
চিত্র পত্রিকার সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দেশ বরেণ্য সাংবাদিক টি.এ.কে আজাদ। উল্লেখ্য, আপনি দীর্ঘদিন যাবৎ…………………………………………গুরুত্বপূর্ণ অবদান রাখায় আপনাকে বিশেষ অবদান স্বরুপ“ নিউজ ফেয়ার ও স্বকাল চিত্র পত্রিকা সম্মাননা পদক – ২০১৭ই ” প্রদানের জন্য আপনার নাম প্রস্তাব থাকায়, আপনার ১ (এক) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি,মোবাইল নাম্বর উল্লেখ পূর্বক আপনার জীবন বৃত্তান্তের তথ্য প্রদান করিয়া আমাদের সহযোগিতা করিলে বাধিত হব।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top