ক্রোম ব্রাউজারের সর্বশেষ সংস্করণের মাধ্যমে ওয়েবে ভারচুয়াল রিয়্যালিটি (ভিআর) সুবিধা আনার ঘোষণা দিয়েছে গুগল। এর ফলে ভিআর ব্যবহারকারীদের ভারচুয়াল রিয়্যালিটি কনটেন্ট পেতে আলাদা কোনো অ্যাপ বা ইউটিউব ব্রাউজ করা লাগবে না।গুগলের ডেড্রিম সমর্থনযোগ্য ফোন ও ডেড্রিম ভিউ হেডসেট ব্যবহার করে ব্যবহারকারীরা এর পরিপূর্ণ অভিজ্ঞতা পাবেন। অন্যান্য স্মার্টফোন ও কম্পিউটার ব্যবহারকারীরাও ক্রোম থেকে এ সুবিধা পাবেন।গত বছরের অক্টোবরে পিক্সেল ও পিক্সেল এক্সএল নামে স্মার্টফোন বাজারে ছাড়ে গুগল। ওই ফোনের সঙ্গে ভিআর হেডসেটের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ডেড্রিম ভিউ নামের গুগলের এই মডেল ডেড্রিম প্ল্যাটফর্ম ও ভিআর প্রযুক্তির জন্য উন্মুক্ত করে গুগল। এর দাম ৭৯ মার্কিন ডলার। গুগলের নতুন স্মার্টফোন এই হেডসেটের সামনে রাখলে তা এনএফসি প্রযুক্তির মাধ্যমে কাজ করে।গুগল এক ব্লগ পোস্টে বলেছে, ভিআরের অভিজ্ঞতা পেতে ডেড্রিম সমর্থনযুক্ত ফোন ও ডেড্রিম ভিউয়ে ক্রোম ব্যবহার করুন।গুগলের ভাষ্য, সবার কাছে সব যন্ত্রে ভারচুয়াল কনটেন্ট পৌঁছে দিতে চায় গুগল। শিগগিরই গুগল কার্ডবোর্ড ভিআরসহ অন্যান্য হেডসেট সমর্থন করার কথা বলেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ডেস্কটপ কম্পিউটার থেকেও ভিআর কনটেন্ট খোঁজা যাবে।
ক্রোম ব্রাউজারের ভিআর সুবিধা
Share!