শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ভারতীয় নাগরিক কৈলাশ সত্যার্থীর নয়াদিল্লির বাসায় চুরি হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এই চুরির ঘটনা ঘটে। পুলিশের বরাতে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।পুলিশ জানিয়েছে, নোবেল ছাড়াও চুরি গিয়েছে তার অন্যান্য মূল্যবান সামগ্রী। যদিও ঘটনার সময় কৈলাসের বাড়িতে নোবেল পদকের রেপ্লিকা রাখা ছিল। প্রোটোকল মেনে আসল পদকটি এখন রয়েছে রাষ্ট্রপতি ভবনে।রাজধানী দিল্লির অভিজাত অলকানন্দা এলাকায় নোবেল জয়ী সমাজকর্মী কৈলাসের বাস। ২০১৪ সালে পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গে যুগ্ম ভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি। দুজনেরই অবদানের ক্ষেত্র শিশু, শিক্ষা ও শৈশব। চুরির সময় অবশ্য কৈলাস বাড়িতে ছিলেন না। কাজের সূত্রে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন।‘নোবেল পুরস্কার’ চুরির উদ্দেশ্যে কৈলাশের বাসায় চোর হানা দিয়েছিল কি না, তা নিশ্চিত নয় পুলিশ। কৈলাশ সত্যার্থীর বাসায় চুরির ঘটনায় একটি অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগ তদন্ত করছে পুলিশ। অপরাধ ও ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। চোর ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।পুলিশের ধারণা, ওই পদকটি যে আসল নয় তা হয়তো জানত না দুষ্কৃতিকারীরা। ঘটনার পর তদন্তে নেমে স্থানীয় কয়েক জন অপরাধীসহ এলাকার সমস্ত পুরনো জিনিসের কারবারিদের আটক করেছে পুলিশ।এর আগে শান্তিনিকেতন থেকে চুরি গিয়েছিল রবীন্দ্রনাথের নোবেল পদকটি। সেই চুরির ঘটনা তদন্ত করতে সিবিআই ময়দানে নেমেছিল। কিন্তু, এখনও পর্যন্ত কোনও হদিশ পাওয়া যায়নি।
ভারতীয় নাগরিক কৈলাশ সত্যার্থীর নোবেল চুরি
Share!