আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে দিরাই-শাল্লার আপামর জনসাধারণ। অভিভাবক হারিয়ে এখন দিশেহারা তারা। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ ওই নেতা। এ বিষয়ে স্থানীয়রা জানান, সুরঞ্জিত সেনগুপ্ত শুধু একজন নেতাই ছিলেন না, আমাদের অভিভাবক ছিলেন, আমরা ঢাকার জিগাতলার (সুরঞ্জিত সেনের বাসভবন) বাসা নিজের বাসা হিসেবেই জানতাম। যেকোন কাজে যে কোন মুহুর্তে আমরা জিগাতলা ছুটে যেতাম।
এর আগে শুক্রবার সুরঞ্জিত সেনগুপ্তনের ফুসফুসের সমস্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। পরে শনিবার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটায় তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানে রোববার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে দিরাই-শাল্লার জনসাধারণ
Share!