প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫৬মিনিটে গোপালগঞ্জে পৌঁছেছেন। রোভার স্কাউটের সর্ববৃহৎ সমাবেশ জাতীয় রোভার মুট-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে তিনি গোপালগঞ্জে এসেছেন।প্রধানমন্ত্রীর আগমন ও অনুষ্ঠানকে সফল করে তুলতে ইতোমধ্যেই সব ধরণের প্রস্তুতির পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী মানিকদাহ হাউজিং-এ একাদশ জাতীয় রোভার মুট এর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখান থেকে দুপুরে টুঙ্গিপাড়ায় যাবেন।
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন।
জানা যায়, বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় নিজ বাস ভবনে রাত্রি যাপন করবেন। শুক্রবার বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে রওনা দিবেন।
Share!