বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির পদে সংসদ সদস্য থাকতে পারবেন না হাইকোর্টের দেওয়া এ রায় পালন না করার শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার আইনজীবী ইউনুস আলী আকন্দ এ আবেদনটি করেন।আবেদনে অন্যান্যদের মধ্যে রয়েছেন শিক্ষাসচিব, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ভিকারুননুন নিসা স্কুলের অধ্যক্ষ।এর আগে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯-এর ৫ ধারা বাতিল করেন হাইকোর্ট। ১ জুন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এ রায় দেন।এই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গত ১ জুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপির নেতৃত্বে ভিকারুননিসা নূন বিশেষ কমিটি বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
এর স্থগিতাদেশ চেয়ে ৮ জুন স্কুল কর্তৃপক্ষ ও বিশেষ কমিটি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদনের পর চেম্বার বিচারপতি আবেদনটি ১২ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।রিটটির শুনানি নিয়ে হাইকোর্ট ১৯ জানুয়ারি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনার জন্য গঠিত বিশেষ কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়।
শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
Share!