সর্বশেষ সিরিজে ইংল্যান্ড ক্রিকেট দলকে নজিরবিহীন নিরাপত্তাই দিয়েছিল বাংলাদেশ। সিরিজ শেষে এই নিরাপত্তাব্যবস্থার ভূয়সী প্রশংসা করে গেছে সফরকারীরা। সব কিছু দেখে এবার বাংলাদেশে আসতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়াও। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড নিশ্চিত করেছেন, এ বছরই বাংলাদেশে খেলতে আসবেন স্টিভেন স্মিথরা।সাদারল্যান্ড জানিয়েছেন, এই সফরে কমপক্ষে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তবে এই নিশ্চয়তার মাঝেও একটি ‘কিন্তু’ রেখে দিয়েছে সিএ। ‘কিন্তু’টা সেই নিরাপত্তা ঘিরেই। ইংল্যান্ড দলকে যেমন নিরাপত্তা দেয়া হয়েছে, তাতে ভীষণ আশ্বস্ত অস্ট্রেলিয়া। কিন্তু সফরে আসার আগ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতিতে সতর্ক দৃষ্টি রাখা হবে, এমন সতর্কবার্তা তাদের।সিরিজের ব্যাপারে নিশ্চয়তা দিলেও একই সঙ্গে সাদারল্যান্ড জানিয়ে দিয়েছেন, সবকিছু ঠিকঠাকভাবেই এগুবে, যদি না এর মধ্যে নিরাপত্তা নিয়ে অপ্রীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় ‘এখনো অনেক কিছু ঘটতে পারে। আমরা পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখব। তবে আমরা বাংলাদেশ সফরকে ধরে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড যে ধরনের নিরাপত্তাব্যবস্থার কথা বলছে, সেটা আমাদের জন্য স্বস্তির কারণ হয়ে আছে। এই মুহূর্তে আমাদের পরিকল্পনা সেখানে গিয়ে দুটি টেস্ট খেলার।’ইংল্যান্ড সিরিজ চলার সময়ই অস্ট্রেলিয়া তাদের দলের নিরাপত্তা প্রধান শন ক্যারলকে বাংলাদেশে পাঠিয়েছিল। পুরো নিরাপত্তাব্যবস্থা পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেছেন তিনি। সাদারল্যান্ডও জানালেন, নিরাপত্তা প্রতিনিধির প্রতিবেদনে সন্তুষ্ট তারা, ‘আমরা দেখেছি, গত বছরের শেষ দিকে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে গিয়েছিল। তাদের দেয়া নিরাপত্তাব্যবস্থা বেশ উঁচুমানের ছিল। আমরা সে সময় আমাদের নিরাপত্তা প্রধান শন ক্যারলকে বাংলাদেশে পাঠিয়েছিলাম। তিনি নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে যে ধারণা দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট।’আগেই শোনা গিয়েছিল, এ বছর আগস্টের দিকে বাংলাদেশে আসতে পারে অস্ট্রেলিয়া। সাদারল্যান্ডও জানালেন, আগস্ট কিংবা সেপ্টেম্বরেই এই সফরটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি, জানিয়েছেন তিনি। বাংলাদেশ সফরে আপত্তি নেই বললেও অবশ্য নিরাপত্তার বিষয়টি বারবারই টেনে এনেছেন সিএ প্রধান নির্বাহী, ‘আমার মনে হয় আমাদের জন্য সফরটি গুরুত্বপূর্ণ। তবে সবার আগে নিরাপত্তা। আমাদের খেলোয়াড় এবং কর্মকর্তা, সবারই নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। এগুলো আমরা নজরেই রাখব।’এর আগে সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলে গেছে অস্ট্রেলিয়া। মাঝে সীমিত ওভারের সিরিজ খেলেছে ২০১১ সালে। তবে ২০১৫ সালের অক্টোবরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেটি বাতিল করে দেয় অজিরা। একই ইস্যুতে তারা দল পাঠায়নি বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও।
বাংলাদেশে আসতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া
Share!