আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডেভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপি বারবার বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। আর আওয়ামী লীগ আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।’বৃহস্পতিবার সকালে গণতন্ত্ররক্ষা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক পথসভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী আরো বলেন, ‘মাগুরা ও মীরপুরের উপ-নির্বাচনে বিএনপি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছে।’পথ সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহ্বায়ক সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
Share!