বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের বিভিন্ন চোরাপথে দালালদের মাধ্যমে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং বস্তির নিকটস্থ বনভূমির পাহাড়ে আশ্রয় নিয়েছে। এমতাবস্থায় কক্সবাজার-টেকনাফ সড়কে পর্যটকবেশে তাবলীগ জামায়াতের লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তারা বস্তির অদূরে আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে এসব রোহিঙ্গাদের নগদ অর্থায়ন সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছে। যে কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।এছাড়া, বৃহস্পতিবার কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে ৭৬ জন রোহিঙ্গাকে আটক করে খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
তাদের আসা অব্যাহত বিষয়ে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝি নুরুল হক জানান, ‘মংডু প্রদেশের প্রায় অর্ধশতাধিক গ্রামের মধ্যে ১৭টি গ্রামের প্রায় লক্ষাধিক রোহিঙ্গা বাস্তুহারা এদেশে অনুপ্রবেশ করেছে ঠিকই, কিন্তু অধিকাংশ রোহিঙ্গা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অবস্থানরত তাদের আত্মীয় স্বজনের আশ্রয়ে চলে গেছে। কুতুপালংয়ে যেসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এরা নিঃস্ব। এদের জীবন জীবিকা অনেকটা দান খয়রাতের উপর নির্ভর করছে। এ সুযোগকে কাজে লাগিয়ে পর্যটকবেশে তাবলীগ জামায়াতের লোকজন বিভিন্ন মসজিদে আশ্রয় নিয়ে গোপনে রোহিঙ্গাদের অর্থায়ন করছে। এ অর্থায়নের খবর মিয়ানমারে অপেক্ষমাণ হাজার হাজার রোহিঙ্গা জানতে পেরে এপারে চলে আসার জন্য মরিয়া হয়ে উঠছে। যে কারণে বিজিবি’র কড়া নিরাপত্তা বেষ্টনী ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পারছে না।’কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা নেতা ফয়সাল আনোয়ার জানান, এ পর্যন্ত ৩৪ শত পরিবারের প্রায় ১৭ হাজার রোহিঙ্গা কুতুপালং বস্তিসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নিয়েছে। যাদের অধিকাংশ স্বজনহারা ও ধর্ষিতা। এসব রোহিঙ্গাদের মানবিক সাহায্যে অপ্রকাশ্যে বিভিন্ন সংস্থার আড়ালে তাবলীগ জামায়াতের লোকজন নগদ টাকা বিতরণ করলেও এ অনুদান এদেশের জন্য আকাল হয়ে দাঁড়িয়েছে। কুতুপালং বস্তি উত্তরে দক্ষিণে প্রায় ৫/৬ মাস পর্যন্ত রোহিঙ্গা নারী-শিশু রাস্তার দু’পাশে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে। পর্যটকবেশে তাবলীগ জামায়াতের লোকজন এসব রোহিঙ্গাদের নগদ অর্থ দিয়ে তাৎক্ষণিক সটকে পড়ছে।
রোহিঙ্গা অধ্যুষিত এলাকা রাজাপালং ৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মৌলভী বখতিয়ার আহমদ জানান, অবৈধ ভাবে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও পর্যটকবেশে বেশ কিছু তাবলীগ জামায়াতের লোকজন বিলাস বহুল গাড়ী নিয়ে রোহিঙ্গাদের অকাতরে টাকা বিলি করছে।
Share!